অপরূপা তুমি এই কাঞ্চন জঙ্ঘা ,
স্নিগ্ধ তুষার স্নাত তব ধবজা ।
উচ্চশিরে দণ্ডায়মান তুমি ,
চারিধারে পবর্ত শৃঙ্গাবলি বেষ্টিয়া গগনে চুমি ।
ঊষার ম্লান আলোকে তুমি অপলকা ,
কুয়াশার ঘোমটায় করেছ মধুর অনাবৃতা ।
ধীরে ধীরে তার উন্মোচন সূর্যোদয়ের সাথে সাথে ,
রশ্মির প্রথম পরশে লজ্জিতা বধূরূপা ,
রক্তিম সিন্দুর আঁকিল কে তব মাথে ।
আহা কি অপরূপ এই দৃশ্য ,
প্রাণে জাগে একি শিহরণ ,
কি এর রহস্য ।
সুন্দর অবিনশ্বর হৃদয়াহরণ তুমি ,
নমস্যা তুমি অপূর্ব্বা প্রকৃতি ,
প্রেমিকের পাশে আজি যে আমি ,
হৃদয় রোমাঞ্চ বিহব ল উদ্ভাসিত সুখানুভূতি ।
প্রেম পরিবেশের সাক্ষ্য তুমি হে ,
নগাধিরাজ শুভ্র ধবলগিরি ,
মধুচন্দ্রিমার মিষ্টি আবেশে মধুর আবেগে স্মরি ।।