কখনো বলবো তোকে যা আছে এই বুকে,
যদি সময়ে পাশ, কাছে এসে দাঁড়াশ
হাতে হাত রাখিস, আর চোখে চোখ ||
আমাকে অভয় দিস, বলিস যাবোনা ছেড়ে অনেক দূরে,
তখন বলবো তোকে যা আছে এই বুকে ||

এসব কি মায়া জাল শুধু,
নাকি রঙিন পৃথিবীর বুকে সাদা কালো রাত,
জোনাকির আলো আঁধারে দেখা তোর চোখের কালো,
নাকি দীর্ঘশ্বাস আর ফেলে আশা পথ ||
আঁকিবুঁকির জঙ্গলে হারাচ্ছে বাড়ে বাড়ে তোর আমার ঠিকানা,
জমছে কথা কিছু শরীর কিছু মনের
কখনো বলবো তোকে যা আছে এই বুকে|

 

Print Friendly, PDF & Email
Previous articleহনুমানের বাড়ি
Next articleপ্রেমের গল্প
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments