আমি দৌড়াচ্ছি, খুব জোড় দৌড়াচ্ছি।
ভাবটা এমন যেন দৌড়ালেই,
সারা পৃথিবী হাতের মুঠোয় পাচ্ছি।
আমার আশে-পাশে প্রচুর লোক,
আমার উন্নতির চেয়ে, হোঁচট খাওয়ায় বেশি ঝোঁক।
আমিও ভাবলাম পড়ার আগেই একটা হাতে পাবো,
আর তৎক্ষণাৎ নিজেকে সামলাবো।
ব্যাস! গেলাম হুর-মুড়িয়ে পড়ে,
কিন্তু কেউ তোলেনি ধরে।
জানো! বড্ড লেগেছিল, শরীরে নয় মনে,
এক্কেবারে অন্তরের গভীরে, গোপনে।
বাবা-মা ছাড়া আর কেউ আপন নেই তবে!
ভেবেছিলাম কত লোক সামলাবে।
তারা আজ কোথায় গেলো?
যাদের ভেবেছিলাম বন্ধু বলে,
সবাই কি নাম লেখালো স্তাবকের দলে?
দু-চার জন পাশে ছিলো, বিশেষ বন্ধু বলে,
তবে তাদের আজ পরিচয় আপনজন বলে।