আজ বন্ধুর বিয়ে….
এ জীবন যে সুন্দরময়, সেই সাথের সাক্ষাৎ নিয়ে,
একবছরের বন্ধুত্বের পর, এই শুভদিন, আজ আমার বন্ধুর বিয়ে।
আমাদের শুভ কামনায়, তোমার নতুন জীবনে পদার্পণ,
সব দুঃখ ভুলে গিয়ে, আজ খুশিতে বিভোর আমার মন।
তুমি থাকো ভালো- জীবনের বাকিটা সময়,
দুঃখ যেন কাছে না ঘেষে- জীবনটা যেন সুন্দর হয়।
বিয়ে তোমার দেখব বলে, সকাল থেকেই তোড়জোড়,
কি পরে আবার করব দেখা- ভেবে পাগল সকাল-সন্ধ্যে-ভোর।
বৌদি আমার মিষ্টি খুব, তোমার সাথে খুব মানায়,
দু’জনকেই আন্তরিকতা সম্মানের সাথে জানাই।
বিয়ে করে তুমি সংসারী হও- তুমি ভালো থেকো,
বাবা-মা-স্ত্রী-শ্বশুরবাড়ির সবাইকে ভালো রেখো।
তোমার মনে, প্রেমের ফুল ফুটুক, চিরসঙ্গিনীর জন্য,
তোমার বিয়ে মনে রেখে, হৃদয় আজ বন্য।
পরের বছর বিবাহবার্ষিকীতে ডেকো যেন-
তুমি আমার চিরবন্ধু, বার্ষিকী-আহ্বানে যাব না কেন?
সংসারি হলেও ভুলো না আমায়- মনে রেখো চিরন্তন,
আজকে তাই উন্মুক্ত হৃদয়ের কবিতা গোপন।
অনেক ভালোবাসা তোমায়, মনের কোনে এ আশা করি রোপণ।
শিগ্গীরী খুশির খবরটা যেন পাই, সাফল্য যেন পায় মিলনে গহন দহন।
আর কি বলা বাকি সুসংবাদ তোমার কাছে গিয়ে,
মনের আনন্দে আজ এ কবিতা, আজ বন্ধুর বিয়ে।
আজ বন্ধুর বিয়ে….
Subscribe
Login
1 Comment
Oldest