কেমন করে হবে এই কবিতার জন্ম ?
চোখ দুটো যেন জুড়িয়ে আসে ,
ভাবনাগুলো হোঁচট খায় ,
অক্ষরগুলো সব হয়ে যায় ওলট পালট ।

একদিন গাছগুলোকে
একগুচ্ছ তুলির মত মনে হয়েছিল ।
সমুদ্রের নীল কালি শুষে নিয়ে –
সেই তুলির টান দিয়েছিলাম
আমার পৃথিবীর বুকে ।
এঁকেছিলাম কত রঙিন স্বপ্ন ,
পাখিদের কলতানে গা ভাসিয়ে
হেঁটে গিয়েছিলাম প্রজাপতির ডানায় ভর করে।
মনের ঘরে খোদাই করে
বাসন্তী রঙে কবিতা লিখেছিলাম …
তুমি মনে রাখোনি ….
যখন ডাক দিয়েছি তোমায় –
দেখি তোমার মনের ভেলা
বয়ে গেছে …তির্ তির্ করে …
চোরা স্রোতের টানে ,
নদীর অন্য পারে বাঁধানো ঘাটে…।

Print Friendly, PDF & Email
Previous articleNot all failures are bad
Next articleঝিনুকে মুক্তোদানা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments