জীবন মানেই সুখ দুঃখ
বাঁচার আশা চাহে,
জীবন পেলেই ঈশ্বদান
ব্যরথো হলে দণ্ড প্রদান তারে।
জীবন মানেই সৎ হতে হয়
এমন কথা নহে,
অসৎ এর পথে না হাঁটিলে
জীবন বিফলে যাহে।
এ সবই মনের কথা
তোমারে কে বলিল?
সমাজটা তো এ ধাঁচেরই
জনম থেকে তাই তো দেখে আসছি।
নিজের আছে সূর্যমুখী
টাকায় ভরা হস্ত,
অন্য কারোর ফুলের কুঁড়ি
তুলতে সেটা ব্যস্ত।
ডাকাত সর্দার ভবানী পাঠক
লুঠ করত আড়ালে,
এ কাজেটে নরগবাস
জানত সেটা মোদের আগে।
ভৃত্য থেকে রাজা
সবারই লাগে অর্থ,
না খেতে পেলে পাবে কোথায়
বাঁচার আশা নিত্য।
আড়াল করে রাতের বেলায়
যায় নাকি কেউ এখন ?
কোটপ্যান্ট পড়ে বুক চিতিয়ে
অপরের আলো কাড়ে এখন।
নিজের তৈরি কিছু আছে নাকি
সন্দেহ হয় বড়,
শ্বেতপাথরের নীচে,দেয়ালের মাঝে
লুকিয়ে নেই তো কোনো সত্য।