(১)
ওগো প্রেম,
আছো নাকি অপেক্ষায় আজ?
সময়ের অসময়ের জল বয়ে চলে যে নদী
কেন জানি আজ তার কথা খুব মনে পড়ছে।
ইচ্ছে করছে গিয়ে দাঁড়াই তার বালুকাবেলার উপরে।
যাবে প্রেম?
একসাথে স্রোত দেখব পাশাপাশি দাঁড়িয়ে।
(২)
কোথায় আর নিয়ে যাই বলো?
এই যে চড়াই-উতরাই
তার মাঝে মাঝে
এঁকে বেঁকে ধুলোর পথ গেছে চলে।
দুপাশে বনানী আর
পথ হারানোর হাতছানি!!
যদি জ্বলে ওঠে দাবানল,
যদি যায় সব তছনছ হয়ে?
(৩)
ক্ষতি নেই,
ক্ষত থাকবে শুধু
তোমার-আমার পাঁজরের ভিতর।
আর থাকবে অগুনতি মানুষের ঢল।
আমাদের উপত্যকায়
এর চেয়ে বড় স্বপ্ন হয়না জানো।
যাবে তুমি,
সেই স্বপ্নকে ছুঁতে?
(৪)
তবে তাই হোক,
যদি পাই আলো আলো ডানা দুটো
তবে সব পুরে ছাই হোক,
কিংবা জোৎস্না হোক
মন চায় যদি।
একা একা নদী বয় ওই
চলো তার অনিশ্চয়তার সঙ্গী হয়ে উড়ি।
চলো হাতে রাখি হাত,
চোখে থাক মায়াবী কোলাজ,
ক্যালাইডোস্কোপ,তুবড়ি।
চলো যাই,
অনিশ্চয়ের দিকে।