সাদা ঘোড়া, হাতে লাগাম, বুকে সাহস, চোখ থেকে ঝরে পড়া তীক্ষন উত্তেজনা। ঘোড়দৌড় ! একী ঘোড়দৌড় ? ____ খাঁমোশ !! এ হল জীবনের ঘোড়দৌড়, তাই না ! হাজার হাজার মানুষের হিংস্র গতিতে ছুটে চলা, যেন লক্ষাধিক দূরন্ত আলোক বর্ষ , এত গতি ! কেন ? কেন এ ছুটে চলা ? পৌঁছাতে হবে সবার আগে, জীবনের ধ্রুবতারায়, কী দূধর্ষ ! ভয়হীন, ক্লান্তিহীন, অবিরাম-অবিচল গতি, এঁরা কারা ? হিংস্র ঘোড়ায়, শাণিত অস্ত্রে, এঁরা কী বীর যোদ্ধা ? যুবসমাজ ! এঁরা যুবসমাজ !! ভবিষ্যতের স্রষ্টা এঁরা, বীরযোদ্ধা ! হ্যাঁ, এঁরা যোদ্ধাই, এঁরা জীবনযুদ্ধের যোদ্ধা, এত গতি, এত মানুষ, এত দূরন্ত, যদি ব্যর্থ হয়, যদি হেরে যায়, পড়ে যায়, এক মুহুর্তে, কী হবে ? হারিয়ে যাবে না তারাই, ব্যর্থ হয়েও যারা উঠে দাঁড়ায়। ঢালরুপী সাহস ! তরওয়ালরুপী আত্মবিশ্বাস ! ব্যর্থ হক, তবুও সাহস কেন হারাবে ? ধ্রুবতারাকে ভালোবেসে তাদের চলতেই হবে, ব্যর্থ হয়েও তাদের আবার দৌড়াতে হবে, ঘোড়দৌড় ! এযে জীবনের ঘোড়দৌড়। ইচ্ছার সাথে, নিষ্ঠা ও পরিশ্রমের সাথে, তাদের ছুটে চলতেই হবে, তারাই তো ভবিষ্যতের স্রষ্ঠা হবে, ভালোবেসে, হাতা লাগাম রেখে, তারাই তো দৌড়াবে, ঘোড়দৌড় ! এযে জীবন্ত ঘোড়দৌড় !!
ঘোড়দৌড়
Subscribe
Login
0 Comments
Oldest