আমি খুবই ছন্দহীন

তাই বুঝি মোর কাব্য সঙ্গিন ?

আষাঢ়-শ্রাবণের এই বৃষ্টি বেলায়

ছন্দের প্রতি অবহেলায়

হয়তো আমি তলিয়ে যাবো,

কবিতা মুরে ঠোঙা বানাবো !

ঝালমুড়ি খেয়ে কাগজটাকে

সোজা করে যখন পরবে তাকে,

তখনও কি বলবে তুমি –

“বেকার এই কবিতাখানি” ?

ভেবেছিলাম আমি কবি হবো।

নজ্রুল, সুকান্ত, রবী হবো।

তা নাইবা হলাম ক্ষতি কি;

ছন্দহীনের আবার গতি কি?

যাক সে কথা দিলাম বাদ

যতই করি আর্তনাদ

পাবনা আমি ছন্দের বাণী

ব্যার্থ হবে আমার কবিতাখানি।

তাই বলে কি আমি লেখা থামাবো !

ছন্দের কাছে মাথা নামাবো ।

হয়তো আমি ছন্দহীন

হয়তো মোর কাব্য সঙ্গিন ।।

Print Friendly, PDF & Email
Previous articleঘোড়দৌড়
Next articleভ্রমণে ঘটা ঘটনা (১)
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments