আজ প্রকৃতির বৌভাত,দুপুরবেলা ভাত-কাপড় এর অনুষ্ঠান এর আগে তৈরি হয়ে নিচ্ছিল সে।হালকা তুঁতে রং এর তাঁত বেনারসি টা পড়েছে প্রকৃতি সাথে মানানসই গয়না।আয়নায় চোখ পড়তে ই মনটা খুশি আর আত্ম বিশ্বাস এ ভরে যায় প্রকৃতির।দরজা ধাক্কা দেন শাশুড়ি মা “ও প্রকৃতি হলো মা তোমার ?সবাই অপেক্ষা করছে যে”।”আসছি মা”বলেই শাড়ির আঁচল টা আর একবার ঠিক করে নেয় প্রকৃতি।দরজা খুলে ই জিগ্যেস করে “মা কেমন সেজেছি দেখুন?কেমন লাগছে আমায়”? শাশুড়ি মা বলেন “বেশ সেজেছ মা।তবে দিনের বেলা এই রং টা না পড়লে ই পারতে।আসলে চাপা গা এর রং এ সব রং সবসময় মানায়না।যাক অনেক দেরি হলো এস এবার”।এক মুহূর্ত থমকে যায় প্রকৃতি।ভাবে ফেয়ার এন্ড লাভলী র ফেয়ার কেটে গ্লো করা যায় ঠিক ই কিন্তু মানুষ এর মনের ভেতরের গ্লো সেটা আসবে কেমন করে??

Print Friendly, PDF & Email
Previous articleবারো হাঁড়ি রাবড়ি।
Next articleWho is Maa?
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments