কোনও কথা হারায় না বন্ধু
শুধু ইতিহাস পান্ডুলিপির গায়ে
বিস্মরনের চাদর ঢেকে দিয়ে যায় মাঝে মাঝে,
খুলে দেখ আজও হরপ্পা মহেঞ্জোদড়ো কথা বলে
দীর্ঘ ঘুমের পরেও ।।
হে অতীত তুমি আজ একটা সভ্যতার উন্মোচন ঘটাও
যার মনের ভেতরে দীপ্যমান সহস্র সত্যতার প্রদীপ ।
যার শরীরে টিকরে পড়ে ত্যাগের জ্যোতি,
যার চোখে শান্ত ও বিশ্বাসের অহমিকা
হার না মানা এক অদম্য বাস্তবতা ।।