নো ম্যানস ল্যান্ড
সুনীতা
তোর কথাই মেনে নিত, হয়ত বা চলে যেত
মহাপ্রস্হানের পথে, তপোধী লাঠি হাতে।
যেমনভাবে বললে পরে বোলতার চাক ভেঙে খুলে যায়
পর পর উন্মুখ দরজা
সেইরকম কিছু নেতি সাইকেল চলছিল বলে
উষ্ণায়ন কাসকেড আকারে
ভরে দিল জলাধার পাত্র সব, কানায় কানায়
এখন চোঙা ফুঁইয়ে বললে কি হবে
ভরাট এই জলশরীর ‘আমার না, আমার না’!
অন্য হাত থেকে এই হাতে সীমান্ত ছিটকে
নেমে এল গারো পাহাড়ের গা’য়
আর ওপার থেকে টানা গোঙানি শোনা যায়
‘এ জলশরীর আমার নয়, আমার নয়’
——