নেতাজী সুভাষ বরেণ্য তুমিতোমার তুলনা নাই,

সৌরভ তব চৌদিকঘিরি’-সুবাস তাহার পাই।

দেশমাতৃকা বন্দিনী যবে শৃংখল বন্ধনে,

আকুল হৃদয়অন্তর তব হাহাকারে ক্রন্দনে।

দমন করিলে প্রলোভন তুমি মাতৃভূমির তরে,

তোমার আত্মত্যাগের কাহিনী দেশবাসী আজো স্মরে।

বৃটিশ রাজকে দিলে তুমি ফাঁকিদেশ ছাড়ি পলাতক,

আজাদ ফৌজ করিলে গঠনবিদেশী শকতি সহায়ক।

উড়াইলে তুমি স্বাধীন পতাকা ভারতভূমিরপরে,

ভাগ্য বিরূপ,তুমি নিশ্চুপডুবে তরী আসিতীরে।

পাড়ি দিলে কোন অজানা উজানেচির উন্নত শির,

শূন্য আজিও তোমার আসনদুর্দম মহাবীর।

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জালে কবলিত পুরা জাতি,

হানাহানি করে দেশের মানুষস্বাধীনতা পরিণতি।

অসহায় হায় দেশমাতৃকাশংকায় শিহরিত,

এমন মুক্তি ছিল কি গো কভু তোমার আকাঙ্খিত !

ভারতবর্ষ কাণ্ডারীহীনমাৎসন্যায়ের রাজ,

কে আছে গো হেথা ঘুচাবে মায়ের অশ্রুসজল সাজ !

তাইতো জননী করে প্রতীক্ষা তোমার জন্য দিশারী,

নবরূপে হও উদ্ভাসিততোমায় বরণ করি।

—————————————————————-

      স্বপন চক্রবর্তী

Print Friendly, PDF & Email
Previous articleভাঙন
Next articleপ্রজাতন্ত্র।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments