নেতাজী সুভাষ বরেণ্য তুমি–তোমার তুলনা নাই,
সৌরভ তব চৌদিকঘিরি’-সুবাস তাহার পাই।
দেশমাতৃকা বন্দিনী যবে শৃংখল বন্ধনে,
আকুল হৃদয়–অন্তর তব হাহাকারে ক্রন্দনে।
দমন করিলে প্রলোভন তুমি মাতৃভূমির তরে,
তোমার আত্মত্যাগের কাহিনী দেশবাসী আজো স্মরে।
বৃটিশ রাজকে দিলে তুমি ফাঁকি–দেশ ছাড়ি পলাতক,
আজাদ ফৌজ করিলে গঠন–বিদেশী শকতি সহায়ক।
উড়াইলে তুমি স্বাধীন পতাকা ভারতভূমির ‘পরে,
ভাগ্য বিরূপ,তুমি নিশ্চুপ–ডুবে তরী আসি’ তীরে।
পাড়ি দিলে কোন অজানা উজানে–চির উন্নত শির,
শূন্য আজিও তোমার আসন–দুর্দম মহাবীর।
রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জালে কবলিত পুরা জাতি,
হানাহানি করে দেশের মানুষ–স্বাধীনতা পরিণতি।
অসহায় হায় দেশমাতৃকা–শংকায় শিহরিত,
এমন মুক্তি ছিল কি গো কভু তোমার আকাঙ্খিত !
ভারতবর্ষ কাণ্ডারীহীন–মাৎসন্যায়ের রাজ,
কে আছে গো হেথা ঘুচাবে মায়ের অশ্রুসজল সাজ !
তাইতো জননী করে প্রতীক্ষা তোমার জন্য দিশারী,
নবরূপে হও উদ্ভাসিত–তোমায় বরণ করি।
—————————————————————-
স্বপন চক্রবর্তী ।