শুভ নববর্ষ
রাতটা আজ নতুন বছরের।
ম্লান হয়ে যাওয়া বঙ্গভূমিতে
আজও কেউ কেউ মনে রেখেছে দিনটা।
আজও কারও থেকে বার্তা এসেছে
শুভ নববর্ষ।
ফুটে উঠেছে লেখাটা সেই পরিচিত বাংলা হরফে।
এ যেন নিষ্প্রাণ বৃক্ষমূলে এক প্রস্থ বারিরাশি।
কিন্তু কেনই বা আজ এই মলিনতা?
বঙ্গভূমির এই সময়ের বুদ্ধিজীবীদের ভিড়ে
কেনই বা আজ ভালোবাসার সংস্কৃতি ক্লান্ত?
কেন আজও পাশের বাড়িতে সমালোচিত হয়
ওই বাড়ির মেয়েটা রাত করে ফিরেছে বলে?
কেন আজও মিথ্যে বলতে হচ্ছে
অভিনয় করতে হচ্ছে ভালোবাসার মানুষটার কাছে?
এইসব প্রশ্নের উত্তর হয়তো জানা নেই।
হয়তো বা উত্তরই আজ উত্তর খুঁজে চলেছে।
সময়টা বড় অচেনা হয়ে উঠছে দিন দিন।
যাকে চিনেছিলাম, এ যেন সে নয়।
যেন হারিয়ে যাচ্ছে সে এক কুহকের সাম্রাজ্যে,
পৃথক হচ্ছে মোদের আত্মা এক রক্তের বেড়াজালে।
—স্বরূপ