তোমার ভেতর আর বাইরে
সুন্দর অপার্থিব সৌন্দর্যে মন্ডিত
সে যেন রঙিন কালিতে ছাপানো
এক অনবদ্য কবিতা !
তুমি যে আমার এক আকাশ ,
পাখির মতো মন আমার
ডুবতে চায় অনাবৃত ইচ্ছে ডানায় !
প্রেমের পূজায় তোমায় পাওয়া
প্রেমের শেষ অবশ নিঃশ্বাস তুমি !
কোনো এক দিবাবসানে
জনহীন ফেননন্দিতা সাগরকূলে
সব ক্ষুধা ও পিপাসা , স্বপ্ন ও সংকল্প
অবশ হয়ে যেন তোমার বুকে
বৃন্তচ্যুত ফুলের মতো ঝরে পরতে চায় –
তোমায় প্রথম পাওয়ার আনন্দ
এক আশ্চর্য সুরের মেলবন্ধন ,
চোখে ফোঁটা নানারঙের ফুলঝুরি
অজানা এক ঢেউয়ে দোল খাওয়া ,
কথা যেন আটকে আসে
নিঃশ্বাস ফেলতে ভয় হয় –
যদি তোমায় হারিয়ে ফেলি !

আজ পূর্ণিমা রাত নয়
আজ তবু জ্বলবে হাজার বাতি
জ্বলবে মাঝরাতের আকাশজুড়ে –
আজ তোমার পরী নাচবে
নাচবে আজ পৃথিবীর ইন্দ্রের সভায়
লেলিহান অগ্নিশিখা করবে সম্মোহন
পরী আজ থামবেনা –
অনন্তে হারিয়ে বিলীন হয়ে
শুধু তোমারই হয়ে থাকবে ,
এই রাত লিখবে ইতিহাস
যা ছিল অপূর্ণ – পূর্ণ হবে
তোমার পরী তোমারই হবে
এসো হে আমার আকাশ
ঝরুক ধারা তোমার বুকে !
ইতিহাস কথা বলবে
সুন্দরের শেষ লগ্নে !

Print Friendly, PDF & Email
Previous articleশুভ নববর্ষ
Next articleমন কেমন
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments