বসে আছে আম্মাটি ঠায় পথ চেয়ে,

হরেক মাটির দিয়াপসরা সাজায়ে।

কিন্তু নব্য যুগ আধুনিক অতি,

তাকায় সমুখ পানেঅতীতে যতি।

নতুন প্রযুক্তি কত,নতুন আলোক,

মিট্টীর দিয়া হেরিহাসির ঝলক।

আম্মার দিয়া তায় বিকে না মোটে,

অশ্রুবিন্দু ভাসে সিন্ধু হয়ে ঠোঁটে।

পথি মাঝে আধুনিকা জননী সুবেশা,

আম্মার আর্তি হায় লভে নাকো দিশা।

দেবশিশু ছিল এক জননীর করে,

মিট্টী দিয়ার তরে বায়না সে ধরে।

মায়ের বিদেশী ভাষাইউ আর ফুল,

ফ্রেণ্ডস উইল লাফ অ্যাট ইওোর স্কুল।

দিস ইজ এলইডি এজইজ্ন্ট সন !

শিশুটির চোখে জলকাঁদে বুঝি মন।

মায়ের সংগে চলেতাকায় সে পিছে,

মন তার পড়ে থাকে আম্মার কাছে।

দিন শেষে বিকোয়না একটিও দিয়া,

ফেরেন আম্মা ঘরেদুখী তাঁর হিয়া।

শিশুটির কাছে ছিল কয়েকটি টাকা,

গতবার দীপাবলীদিয়েছিল কাকা।

করেনি খরচ সেরেখেছিল সাথে,

আম্মার কাছে গেল পরদিন প্রাতে।

খুশীর হাসিতে ভরে দেবশিশুটি,

খরিদ করল যবে দিয়া সে দুটি।

আম্মাকে জানায় সে শুভ দীপাবলী,

কিন্তু কপোলে তাঁর অশ্রুর ডালি।

বলেন খোকনসোনানা বিকোলে দিয়া,

কেমনে ভাসাবো মোর খুশীর খেয়া।

বালকটি দেয় তাঁরে পূত আশ্বাস,

সব দিয়া বিকোবেইমোর বিশ্বাস।

আম্মার ছবি সে তুলে রাখে মনে,

বাড়ী ফিরে আঁকে সেই ছবি সযতনে।

সবাকার সনে তার ছোট আবেদন,

আম্মার দিয়া কিনে খুশী কর মন।

পথচারী,বন্ধু যত প্রতিবেশী,

বালকের মনোভাবে সাতিশয় খুশী।

মিট্টীর দিয়া ছিল আম্মার যত,

নিমেষে বিকোয় সবেমা পুলকিত।

বৃদ্ধা হৃদয়ে বাজে শংখের ধ্বনি,

কেমনে সম্ভব হলহতবাক তিনি।

সূর্য অস্তাচলেপসরা বিকায়,

আম্মার তনুমন গেহ সনে ধায়।

এমত সময় সেই দেবশিশু আসে,

আম্মার সম্মুখে দাঁড়ায়ে সে হাসে।

আম্মা কহেন তারেবিলম্ব হায়,

সব দিয়া হয়ে গেছে এবে বিক্রয়।

শিশুর তখনও হাসিহল বিশ্বাস !

বিকোবে পসরাছিল মোর আশ্বাস !

আনন্দে কাটুক মাগো শুভ দীপাবলী,

এবার বিদায় দাওগেহে ফিরে চলি।

সহসা আম্মার অতি উদ্বেল মন,

শিশু কি ছদ্মবেশী হরিনারায়ণ !

আম্মাটি ধাবমান বালকের পিছে,

আলোকমালায় বুঝি আসমান নাচে।

পথিমাঝে আম্মার ছবি চৌদিকে,

ভাষা নেই আর সেই বৃদ্ধার মুখে।

বোঝেন আম্মা সবই শিশুটির কাজ,

কেমনে মিট্টী দিয়া বিকি হল আজ।

এস মোরা একসাথে করি সবে পণ,

থুশীতে ভরাই আজি সবার জীবন।

শুভ হোক দীপাবলী আলোকের নীড়ে,

কেহ যেন থাকেনা নিবিড় তিমিরে।

Print Friendly, PDF & Email
Previous articleWorld Photography Day
Next articleপ্রতিযোগিতা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments