হিয়ার টানে সুরের মিলন,
কানে পৌছয় রোজ প্রভাতে,
তখন তোমার রেওয়াজে মন,
তানপুরাটির লাগাম হাতে ;
ঊষার আলোর রংতুলিতে,
ভোরের জলছবি আঁকা ,
চিলেকোঠার ঘুলঘুলিতে,
প্রজাপতি মেলছে পাখা।
পুজার ডালি হাতে নিয়ে
যাবে কখন দেবালয়ে?
প্রতীক্ষাতে প্রহর গুনি,
একদৃষ্টে কষ্ট সয়ে;
আঁচল উড়ল দমকা হাওয়ায়,
আলুথালু অগোছালো চুল
মুখের ওপর হাথ যে বুলায়,
রূপের মায়ায় হয়েছিল ভুল ;
তবে বুঝেছি আলোর মাঝে
তুমি এক মরীচিকা ,
বারির মিথ্যে স্বপ্ন পোড়াতে ,
লেলিহান বহ্নিশিখা !