চোখের পাতায় জলের ফোঁটা, টিপ্ টিপিয়ে,
জানলা খোলা
হাত বাড়িয়ে, আঙুল ডগায়, গাল বাইছে
জলের ধারা।
রেলিঙ ধারে, তারের গায়ে, সারি দেওয়া
জমাট দানা
ঠাণ্ডা হাওয়া বাঁধন ছাড়া, ঈশান কোণে
বাঁধছে জমাট
মেঘের কালো কাজল চোখে, সজল কোন
গল্প কথা
ভিজিয়ে মাটি, ভিজিয়ে বাতাস, এমনি কিছু
রুপোর রেখা
গলে গলে পড়ছে ধরায়, ঘরের কোণে
জানলা খোলা
পড়ছে ধারায়, পড়ছে ধারায়, বর্ষা আসে
বকুলতলায়
বৃষ্টি নামে পদ্মপাতায়
বৃষ্টি আসুক ঘরের কোণে।
আকাশ জোড়া মেঘের ভেলা, ভাসিয়ে নিয়ে
যাবে আমায়
সেই যেখানে ছোট্ট আমি, হারিয়েছিলাম
পথের বাঁকে
খুঁজতে যাবো নৌকো আমার, বানিয়েছিলাম
কাগজ দিয়ে
ভাসিয়েছিলাম পরির দেশে, বৃষ্টি আমায়
ফিরিয়ে দেবে
রূপকথার সেই দিনগুলো সব, জানলা খোলা,
দরজা খোলা
জলের তোড়ে ভাসিয়ে নিয়ে, যাবে আমায়
অচিন দেশে
বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক, সন্ধ্যাতারার
মাটির দেশে
বৃষ্টি পড়ুক অঝোর বেশে, শ্যাওলাধরা
বুকের ভেতর
জমাট বাঁধা মনের ভেতর, কষ্ট গুলো
পড়ুক গলে
বৃষ্টি নামুক বৃষ্টি পড়ুক
বৃষ্টি নামুক শরীর জুড়ে।
অদিতি