আকাশটা মেঘলা, একটু আগেও রোদ ছিল।
হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছে।
চারিদিকে তাকিয়ে দেখি এই বুঝি বৃষ্টি নামলো।
গাছগুলো মাথা নাড়িয়ে বৃষ্টিতে ভেজার জন্য আহ্বান জানাচ্ছে।
কিন্তু ভিজবো কীভাবে?
যেদিকে চোখ যায় শুধু দেখি শূন্যতা,
যারা বৃষ্টিতে ভিজেছিল তাদের আজ সময় নেই।
বহমান সভ্যতায়
তারাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া।
কংক্রিটের দেওয়াল গুলোও তাদের দেখে হাসছে;
বৃষ্টির কণাগুলো তাদের ছুঁতে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু
তারা যে রেনকোট চাপিয়ে নিয়িছে।
তাহলে বৃষ্টির প্রথম ছোঁয়া কি
কোনো সুপ্ত হৃদয়কে জাগাতে পারবে না?
দূর থেকে দেখলাম একজন ফেরিওয়ালাকে।
সারাদিন ফেরি করে করে
ক্লান্ত, অবসন্ন।
কাঁধ থেকে জিনিসপত্র নামিয়ে
মুক্ত বিহঙ্গের মত খুলে দিল তার হাত।
বৃষ্টির প্রতিটা কণা তাকে স্পর্শ করল আর
সে আরামে চোখ বুঝল। আর
তার সাথে সাথে আমিও ভিজে গেলাম।