সামান্য কিছুটা দূরত্ব বজায় রেখে আমি গুনতে চেয়েছি
সমাজের হৃৎস্পন্দন ;
রঙীন ফুলঝুরির মত আবেগের রঙ এখানে
ঢেকে দেয় সারল্য —
অন্ধকার আকাশটাতে উড়তে আজ পাখিদেরও ভয় করে;
নামহীন উন্মাদের মত আমি ছুটে যাই,
আঁকড়ে ধরি মায়ের আঁচল।
চোখের জল যন্ত্রণায় ফাটা থুতনি চুঁইয়ে পড়ে স্তব্ধ চিতায় ;
তপ্ত মরূভূমির তীক্ষ্ন ডগায় দাঁড়িয়ে আমি
চিৎকার করি ;-
ভণিতার রঙ গায়ে মাখতে মাখতে আমার আত্মা পরিশ্রান্ত ।
অন্ধকারের মাঝে আমার মন আকাশ ধরতে চায় ।
ঝটিকার আওয়াজ কানে আসে –
এই ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাবে, ফেলবে
সেই পাঁকে যেখানে আমার দম বন্ধ হয়ে আসবে ॥