সন্ধ্যার সব অবসর
কেড়েছিল পোড়া বাঁশি সুর
যমুনার উথাল পাথাল
মুছে ছিল মিথ্যা সিঁদুর
জানি ওগো নন্দিনী
বৃষভানু বোঝেনি
আয়ানের গতিবিধি
অভ্যাসে সব সহনীয়
সব পথ শেষ হলে
বিকেলের অবসরে
পুরবীর রাগ যদি ডাকে
কেড়ে নিতে সব অনুভব
চেয়ে দেখো কদমের ডালে
বাঁকা শ্যাম একা আছে
ভরে দিতে একুল ওকুল
বুকে নিয়ে মেঘ মল্লার