নীরবতা শেষ হলে
সব কথা বাকি থেকে যায়
ছুঁড়ে ফেলা খড় কুটো
পুরনো গানের সুর
স্মৃতির যাপন ছবি ফিরে ফিরে আসে
একদা দহন দিনের
রোদে পোড়া কালো সুখ
ভেসে আসে জলছবি হয়ে
কি ছিল তাহার মনে
কি ছিল সে নিধুবনে
কখনও কি খুঁজেছিলে
অলস বিকেলে বসে জানালার পাশে
স্বরবিতানের পাতার জড়ানো কথা
খুঁজেছিল কোন সুর
যে সুরে সূর্য ওঠে
অথবা রাহুগ্রস্থ হয় চাঁদ
এখনও বোঝোনি তুমি
সেদিনের নবীন কিশোর
সেদিনের লাল ফিতে মেয়ে
খেলেছিল রাঙা রাস্তায়
ভুলেছিল চেনাপথ সব
খুঁজেছিল চেনাপথ গনগনে তাপে
ওগো রাই, খুলে দেখো পদাবলি ভরে
লেখা আছে আমাদেরই কথা