মনটা না হয় একটু বড়-ই করলে তুমি
রুপের দেমাক থেকে নাহয় সরলে তুমি
খোলা মনের জানলা দিয়ে
অপার সাগর এই পৃথিবী
দেখতে তুমি
জীবন –টাকে ভালবেসে
তার মধ্যে বাঁচতে এসে
যদি ফুলের কাছে ভোমরা হয়ে আসতে তুমি
তোমার এই জীবনধারা
হাতের ঐ mobile আর বন্ধু যারা
ছাড়লে তাদের সবার সঙ্গ
এক পশলা ভিজে হাওয়া
নীল আকাশে রামধনুর এই আসা যাওয়া
মন কেমন -এর রোজ সকালে
অজানা এক ছোট পাখীর
মিষ্টি সুরে গানটি গাওয়া
সবুজ ঘাসে লুকিয়ে থাকা শিশির কণা
পেতে তুমি
রইলো তোমার স্বপ্ন প্রাসাদ
রইলো তোমার প্রেমের প্রসাদ
থাকলো নাহয় সাধের সানাই
ভিড়ের মাঝে হারিয়ে যেতে
বহু দূরের আড়াল হতে
শহর জীবন শেষের পথে
তোমায় আমি বিদায় জানাই |