আজ কেন মিছে পেলাম খুঁজে,
যে দুঃখটা হারিয়ে গেছিল মনের ভুলে।
তবে কি আমি চলেছি রাস্তা ভুলে?
আবার কি তবে ফিরবে দুঃখ আগমনীর সুরে?
যদি কোন জীর্ণ পাতায় থাকত লেখা,
যে লেখায় আছে দুঃখ ভোলার গল্প গাঁথা;
তবে সে পাতা নিতাম ছিঁড়ে,
রাখতাম তাকে বহু যত্ন করে।
যদিও জানি কষ্ট পাবে সে,
যে রেখেছিল তারে এতদিন বেঁধে প্রাণ দিয়ে।
চলেছে ওই রাখাল ছেলে খেলার শেষে,
বংশীতে আজ সে ধরেছে সুর দুঃখ ভুলে।
তবুও সে সুরে আজ বাজছে করুণ রাগ,
যে রাগ বলছে চুপিচুপি –
যেদিন তোমার কান্না পাবে
যেদিন তোমার ইচ্ছে হবে গল্প বলতে;
সেদিন দেখবে বসে আছো তুমি একা
হয়তো কোন বৃষ্টি ভেজা রাতে।
বলতে চেয়েও হবে না গল্প বলা,
শেষ হবে রাত তোমার কান্না ভেজা চোখে ।।