এমন একটা বিকেল— পুরাতনী–রমনীর মত শান্ত
এমন একটা গভীর চোখের মত টলটলে দীঘি,
অনাদরের ঘাসের বাগান—যেন লজ্জিতা কুমারীর নাভি
শন্ শন্ হাওয়া —আর কতরকম গাছের মায়া……
সব ঘিরে–থাকলে, আমাদের পরস্পরকে–
মানুষ বলে মনে হয়, সব কিছু যেন কাচের মত স্বচ্ছ ,
ক্ষণিকের জন্য পেছনে যাকিছু ছেড়ে আসা—
এখানে সেসব ভীষণ ভীষণ তুচ্ছ …