পান কর ভাই ধীরে ও সুস্থে
সকল খুশীর সাথে,
কিসের এত ব্যস্ততা ভাই !
বলতে পার কি মিতে !
এইটুকু এই জীবনে বন্ধু
হাসতে কি আজ মানা !
হয়ত সেদিন নয় দেরী মোটে
জীবন মেলবে ডানা।
সবটুকু তাই অনিশ্চিত,
নেই ত’ কিছুই হাতে,
পান কর ভাই ধীরেসুস্থেই
শান্তি সুখের সাথে।
জীবন কি অতি দীর্ঘ নাকি হে !
ভাবছ বোকার মত,
এতটুক এই জীবনের পথে
চিন্তা কিসের এত !
ভাবছ বুঝি বা অনেক কাজ
রয়েই গিয়েছে বাকী !
জীবন পথের রথ কি তোমার
বিপথগামী গো নাকি !
তাই ত’ বুঝি হে যুদ্ধটা জারী
সবল হবার মন্ত্রে !
মলিনতা যাতে কখনো না লাগে
তোমার জীবন যন্ত্রে !
কিন্তু সখা ভাবছ ত’ ভুল,
সময় যে খুবই কম,
পান কর ভাই ধীরে ও সুস্থে
তবে ত’ পরিশ্রম ।
কেউ থাকে কাছে, কেউ বহুদূরে
কেউ বা আসেনা ফিরে,
হোক না যতই প্রিয়জন অতি
হারিয়েছ চিরতরে।
চিরদিন হেথা থাকার জন্য
কেউ কি করে গো আশ !
ছাড়তেই হবে একদিন জেনো
এই ধরণীর বাস ।
একটি শিশুও বড় হয় যবে
হাঁটাচলা সেও করে,
কিন্তু মেয়াদ কার কতদিন
কেউ কি বলতে পারে !
তাইত’ বলি হে অত তাড়া কেন ?
পান কর ভাই ধীরে,
একদিন জেনো যেতেই ত’ হবে
মহাশূন্যের নীড়ে।
তবুও বলি গো সবার শেষেই
বাঁচো সবে ভালবেসে,
কারণ যে জন জীবে করে প্রেম
সে সততই হাসে।
এই যে নিখিল মহাবিশ্ব,
আর ঐ দূরে মহাশূন্য,
সেই মহাপ্রাণ স্নেহের আধারে
করে দিবারাতি ধন্য।
তাই চাই জেনো সর্বদা হাসি,
বল–সবে ভালবাসি,
নিঃশ্বাস নাও আনন্দে সখা,
হৃদয়ে থাকবে খুশী।
দূরে থাক্ যত আধি উদ্বেগ,
আঁধার ঘোচাক্ আলো,
সুখটুকু খুঁজে করে দাও বিলি,
জীবন থাকবে ভালো।
পান কর ভাই ধীরে ও সুস্থে,
হও আজি প্রাণবন্ত,
জীবন বড়ই ভঙ্গুর জেনো,
এই শুরু, এই অন্ত।
জীবন কাটাও সকলের সাথে
পরিজন পরিবার,
আত্মীয়, সখা, পরিচিত সবে
দূরে থেকো নাকো আর।
সকলের কাছে হও বিশিষ্ট,
কে বা বলতে পারে !
সময় কখন কার শিকড়কে
ফেলে দেবে কবে উপড়ে !