নির্জন বন মাঝে ,অজানা এক ভয় ,
বিগ্রহ বিহীন এক আমি দেবালয়।
বহুকাল ধরে রয়ে অবহেলিত ,
গাছপালা লতাপাতায় হয়েছি বিজড়িত।

মনে পড়ে একদা বধূর দল ,
হাতে নিয়ে ডালি ভরিয়ে ফুল ও ফল ;
ঘন্টা উঠতো বেজে ঢং ঢং ঢং ,
মুখরিত হত এ পবিত্র প্রাঙ্গন।

পূজার ফুলে আমি হয়ে সজ্জিতা ,
ধূপের গন্ধে হতাম সুবাসিতা।
ছিল যবে বিগ্রহ, ছিল সমাদর ;
বিগ্রহ ছাড়া আজ নাই যে কদর।

আজ শুধু পথ চেয়ে পথিকের আশায় ,
যদি পথ ভুলে বন মাঝে নয় আশ্রয়;
ক্ষনিকের হলেও পাব এক সাথী ,
হয়ত সে-ই হবে মোর সমব্যাথী।

প্রতীক্ষায় রয়ে আমি মন উন্মন ,
ত্যাগ করেছে মোরে মানব জীবন;
মূল্যহীন আজ আমি বিগ্রহ বিহনে ,
ক্ষীণ হয়ে চলেছি এই গহন বিজনে।

 

~ একাকিনী ~

Print Friendly, PDF & Email
Previous articleবেড নং-১০৯
Next articleমন্দাকিনীর স্রোত
ESHITA ROY
I am a simple girl with passion of art n writing.. i love travelling n fun making
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments