ঘোর কালো আঁধার ভালো লাগে, ছায়াপথের নিচে
অচেনা নক্ষত্র গুলিকে টানি হৃদয়ের কাছে
কালপুরুষ ডানা মেলে যেন উড়ে বেড়ায়, আমার নিস্তব্দ আকাশে
পৃথিবীর বুক চিরে যেতে চাই, দিগন্তছোয়া নীল নক্ষত্রের পাশে ।
কালো আঁধারে প্রাণের টান, ঈশ্বরের স্পর্শ অসীম
স্বপ্নের পাখা মেলে আঁধারে উড়ে ফিরি , ছায়াপথ তখন নিঝুম
চঞ্চল সব কল্পনা যদিও ; তবুও ঈশ্বরের হাত ধরি আঁধারে , আকুল টানে
উঁচু ঘন ঘাসের ‘পরে শুয়ে থাকি, আঁধার কথা বলে যে কানে কানে ।
আঁধার আকাশ মোর কৃষ্ণ, হাজার নক্ষত্র ভেদিয়া বাঁশির সুর আসে বনে
অদৃষ্ট সব শব্দহীন তরঙ্গে, হাজারো প্রানগুলি নাচে যে মনে মনে
তুমি আছো বলে, সবগুলো মিঠমিঠ, সবাতে স্পন্দন
তুমি আছো বলে, আঁধারে ছন্দ আছে, অসীম আঁধার আড়ালে সবাতে জীবন
কে যেন প্রানভরে ডাকে, আঁধারের পথে, তাই আঁধার মাঝে আলো জ্বলে
দেখি চেয়ে, আঁধার হতে যাত্রা শুরু; অনেক জন্মের পরে আঁধারে আবার গেছি মিলে ।