অন্য মর্নিং ওয়াক
রোজ সকালে হাঁটতে বেরোই খানিক ঘাম ঝরাবো বলে,কখনো ধীরে কখনো আস্তে পায়ের গতি চলে…
নিয়ন আলো কেমন যেন ম্লান আলো দেয়,তার ও তো ছুটি নেওয়ার সময় হলো প্রায়..
আসছে পূজো তাই যেন কেমন সাজো সাজো রব,পাড়ার মাঠে থিম গড়ছে তাই খুশির কলরব….
পাড়ার সীমানা শেষ হয় মেইন রোড এর সাথে,থমকে দাঁড়াই কঙ্কাল-সার বৃদ্ধ শুয়ে ফুটপাথে….
ছেড়া বসন মলিন ভূষন আর্ত চোখে চায়,হঠাৎ কেমন খেয়াল হোল ভোরে তো আমারো খিদে পায়….
বাড়ির জন্য কেনা দুধের প্যাকেট রাখে এলাম তার পাশে,কাল গিয়ে দেখে আসব বৃদ্ধের চাহুনি কেমন থাকে…..
অন্য মর্নিং ওয়াক
Subscribe
Login
0 Comments
Oldest