দেখা হবে সেখানে,
যেখানে পাইনের প্রথম পাতা ছুঁয়ে আছে দীঘির জল |

দেখা হবে সেখানে,
যেখানে মেঘেরা সব বসতি গড়ে – পর্বতের শিখর |

দেখা হবে সেখানে,
যেখানে পেঙ্গুইনের দল খেলা করে যায় – হিমশীতল বরফের চাদর |

দেখা হবে সবুজ প্রান্তরে, যেখানে ধানের শীষ ছুঁয়ে থাকে অনন্ত আকাশ |
যেখানে ছায়াপথের উদয় অস্ত হয় প্রতি রজনী আঁকড়ে |

দেখা হোক সেখানে, যেখানে সিল মাছের প্রাণ ডরায়েনা সমুদ্রের গর্জন |

দেখা হোক সেখানে, যেখানে জীবন এক নাম নয় বহু নামে বিলীন |

 

~ অদৃষ্ট ~

 

Print Friendly, PDF & Email
Previous articleসম্পর্ক
Next articleপরিক্রমা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments