ঈদ মানে খুশী ও ভাই সবার মুখে হাসি
ঈদ মানে ভালবাসার কাছাকাছি আসি।
এই ঈদে ভাই আমরা যারা উপকূলের বাসি
করোনাতে কাতর মোরা আম্ফানেতে ভাসি।
কাজকর্ম নাই যে মোদের; নাই ভরসা বুঝি
মহাবিপদ সামনে ওভাই বাঁচার উপায় খুঁজি।
জোয়ার এসে ভেসে গেছে উপকূলের বাঁধ
ঘেড়বাড়ী সব ভেসে গেছে নেইতো ঈদের সাধ।
মাঠভরা ভাই ফসল ছিল সব গিয়েছে ডুবে
পশ্চিমেতে ডুবলো আশা উঠবে আবার পূবে।
ঈদের জামাত পরতে চল ঈদগাহেতে যাই
করোনাতে কুলাকুলির সুযোগ কিন্তু নাই।
জমায়েতটা বাদ দিয়ে ভাই মসজিদে যাই চল
আনন্দটা কমতি রেখে ওয়াজিবটা হল।
একমিটার দূরে বসে করি মোনাজাত
সবার জন্য শান্তি চেয়ে তুলি যে দুই হাত।
Religious Festival EID
Subscribe
Login
0 Comments
Oldest