যদি বন্ধু হতে চাও
যদি বন্ধু হতে চাও,
ক্ষণিকের গতিময়তা ভুলে পিছনে ফিরে চাও!
দেখলে কি কোনো বিধ্বস্ত মনে,
ঘুরছে কেহ সংগোপনে?
পড়ল কি চোখে;
রক্তাক্ত এক হৃদয় হাতে,একাকি পথিক নিঃশব্দে হাঁটে।
যদি বন্ধু...
ইতিহাস কাঁদে.
আসিছে সরবে বিদেশীর দল লুণ্ঠিতে সোমনাথ,
হও আগুয়ান হে নওজোয়ান কৃপাণে রাখিয়া হাত।
রাত্রি নিশীথ-যে যাহার গেহে রত বুঝি বিশ্রামে,
এমত সময় রাজার নাকাড়া বাজিল মধ্যযামে।
এক নিমেষেই...