চমকে দেব তোমাকে
কোনো এক অমাবস্যার রাতে,
ভাবছ অমাবস্যা কেন ? পূর্নিমার রূপ ই তো ভালো;
না, অহংকারী চাঁদ যে সেদিন
ম্লান করে দেয় তারাদের আলো,
কিন্তু অমাব্স্যা –
কোনো এক অমাব্স্যার রাতে তাকিও অকাশ পানে
দেখবে উজ্জ্ব্ল সাতটি তারা
মাতিয়ে তুলবে সাত সাত্টি সপ্নে,
আর সেই সপ্নে খুঁজে পাবে আর একটি তারা, “ধ্রুব্তারা“
পথ দেখাবে তোমাকে এক অনাগত ভবিস্যতের ,
ধীরে ধীরে হারিয়ে যাবে সেই ভবিস্যতে
আর ঠিক সেই পথে পাবে আমায়৷
জেনে রেখো ,
ঠিক চমকে দেব তোমায়
এমন ই এক অমাবস্যার রাতে ৷৷