ভালোবাসার জোয়ারে খেয়া ভাসিয়ে স্বপ্ন দেখতাম ঘর বাধার,
বসন্তের বিকালে মৃদু সমীরনের স্পর্শে শুধু তোমার সাথে শিহরিত হবার,
কল্পনা করতাম এক অটুট বন্ধনের।

হঠাৎ ঈ দমকা হাওয়ায় সব সত্যি হয়ে গেল এক দিন,
পারস্পরিক সম্পর্কের এক দায়িত্বময় অধ্যায় ——-দাম্পত্য।
কাল যেটা স্বপ্ন আজ সেটা রূঢ় বাস্তব।

সময়ের সাথে জীবন বদলে যায়,
বদলে যায় সম্পর্কের টানাপড়েন গুলি,
আর তাই বোধহয় ভালোবাসা ফুরিয়ে যায় স্থায়ী সম্পর্কে,
থেকে যায় শুধু দায়িত্ব আর বাধ্যবাধকতারা।

যে স্পর্শে শিহরিত হতাম,যার এক ডাকে আপ্লুত হত শরীর-মন,
অনেক দূরে থেকেও যে ছিলো হৃদয়ের কাছাকাছি,
আজ কাছে থেকেও সে বহুদূরে,
ফুরিয়ে গেছে আ আর্তি,
বোধহয় হারিয়ে গেছে ভালোবাসা ও।

আজ সজল আখি প্রশ্ন করে শুধু,
স্থায়ী সম্পর্কের বেড়াজালে জীবন হারালো কত কিছু,
হৃদয়ের টান,বেচে থাকার খোরাক।

ওই সুন্দর সম্পর্ক টা আজ শুধু নস্টালজিয়া,
হৃদয়ের টান শুধু লৌকিকতা মাত্র।
সামাজিক সম্পর্কই ছিন্ন করলো হৃদয়ের সম্পর্ককে।

জানি না ফিরবে কিনা সেই ভালোবাসা,
আসবে কিনা সেই টান,
তবু আশা রাখি বাসা বদলের,
নতুন ভোরের আলোকে নব ভাবে লোহিত হয়ে
সেজে ওঠার ভালোবাসার মেদুরতায়।।

Print Friendly, PDF & Email
Previous articleDurga Puja for a Bengali Londoner
Next articleপ্রতীক্ষার অবসান
Barnali Roy
I am a High school Teacher.Creative Writing Is My Hobby.I Want Share My Imagination And Feelings With My Readers.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments