আমি আমার বন্ধুর উপরে রেগে ছিলাম;
আমি আমার রাগের কথা তাকে বললাম , তাতে আমার রাগ চলে গেল ।
আমি আমার শত্রুর উপর রাগ করেছিলাম
আমি তা বলিনি, তাতে আমার রাগ আরও বেড়ে গেল।
এবং আমি আমার রাগটা কে বাচিঁয়ে রাখতাম ভয় দ্বারা,
সকালে ও রাতে আতঙ্কে রাগটাকে সতেজ রাখতাম
এবং আমি তাকে হাসির মাধ্যমে সূর্য আলো দিতাম
ঐ প্রতারণামূলক হাসি দিয়ে আমি রাগটাকে বাঁচিয়ে রাখতাম।
এবং এই রাগটা দিনরাত্রিতে বাড়তে থাকল,
যতদিন পর্যন্ত সে উজ্জ্বল আপেলটি না ছিঁড়ল
শত্রু মহাশয় দেখে প্রীত হল,
জানত সেটা আমার মালিকানায় অঙ্কিত।
নিশিতে চারদিক যখন অন্ধকার হয়ে গেল
বাগানে ঢুকে শত্রু তখন চুরি করলো,
সকালে উঠে দেখি খুশি মনে,
আমার যে শত্রু সে পড়ে রয়েছে একটা গাছের নিচে!
Poem : A poison Tree
Writer : William Blake
Translated By : Haifa Zahir Megha
Daffodil International University
Department of English