আশালতা
কতবছরের সম্পর্ক শেষ হয়ে গেল একটা শইয়ে
এক মুহূর্তে হারিয়ে ফেল্লাম শব
একটা গোছানো সংসার
একটা বাড়ি, যেটাকে হয়তো নিজের বাড়ি ভেবে ফেলেছিলাম
বুঝিনি যে কিছুই আমার নয়, বুঝিনি
খুব কষ্ট পেয়েছিলাম জানো
যখন কোর্টে তোমার উকিল আমায় চরিত্রহীনা বলল
যখন তুমি আমার দিকে ফিরেও তাকালে না
খুব কষ্ট পাই
যখন তমার সাথে হাটা পথগুলোতে আমায় একাই হাঁটতে হয়
যখন বসু বাবু আমার দিকে এক দয়ার দৃষ্টিতে তাকায়
তবে শেই তীব্রতাটা আর নেই
দেখতে দেখতে অনেক বছর কেটে গেল
তোমার স্মৃতিগুলো অস্পষ্ট হয়েগেছে
হয়তো একটা নতুন সংসার হয়েছে তোমার
তুবুও আজও আছি আমি তমার অপেক্ষায়
যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীর বুকে
তোমার অপেক্ষায় থাকবো















