শরতের শুভ্রাকাশে সাদা মেঘের ভেলা
আর কাশফুলেরা চারিদিকে জানান দিচ্ছে
মা আসছে।
শিউলি ফুলের সুভাসে মাতোয়ারা প্রকৃতি।
দূর থেকে কানে ভাসে ঢাকের বাদ্দি।
আশ্বিনের শারদপ্রাতে তাই তো
আজ বেজে উঠেছে শঙ্খধ্বনি।
মাতৃবন্দনায় শুরু হয় আমাদের দিনখানি।
মহালয়ার সকালে গঙ্গায় তর্পন
চারিদিকে মন্ত্রধ্বনি
জানান দেয় মা আসছে।
সাজো সাজো রবে ভরপুর।
হৃদয় জুড়ে খুশির ছোঁয়া
বসে বসে শুধুই দিন গোনা,
পুজো আসতে আর মাত্র কটা দিন।
তোমার আগমনে আজ
ভোরের ঘাসে জমেছে শিশির,
খুশিতে ভরেছে বসুন্ধরা।
বোধনের সুরে হৃদয় নাচে
নতুন পোশাকে উমা সাজে।
গানের তানে, ফুলের মালায়
তোমায় পূজিবে সবাই।
বছর পরে উমা আসবে ঘরে
আল্পনা তাই আজ এঁকেছি ঘরে।
চক্ষুদান আজ হবে উমার
সেজে উঠবে নতুন সাজে।
আসবে মা বছর পরে
তাই তো আছে অপেক্ষাতে,
হাজারো ভক্ত আজ।
তোমার আগমনে হবে অশুভ শক্তির বিনাশ।
দুর্গতিনাশিনী মৃন্ময়ীরূপে
অবতীর্ন হওয়ার প্রাক্কালে
আজ মাতৃবন্দনায় আহ্বান জানায়
এসো মা এ ধরাধামে।