দুবছর আগের কথা। ষষ্ঠীর দিন কুমোরটুলি পুজো দেখতে গেছিলাম। যে জায়গায় সমস্ত প্রতিমা তৈরি হয় সেখানকার দুর্গা পুজো না দেখলে আর কি দেখলাম। মণ্ডপে ঢুকলাম অনেক কষ্টে। বুঝতেই পারছেন ভিড় হয় খুব ই সন্ধ্যেতে। মা কে দর্শন করলাম মন ভরে ওর মধ্যেই।

ঠাকুর প্রণাম করে চোখ খুলতেই দেখি “ক্লিক” করে একটা ফটো উঠলো। সামনে একটা ক্যামেরা আমার দিকে দেখছি তাকিয়ে আছে। তারপর সেটার ধারণকারী কে দেখলাম। আমি কোনরকম তর্কে না গিয়ে ক্যামেরা সরিয়ে কষিয়ে এক থাপ্পর বসালাম। ছেলেটার মাথা ঝুঁকে রইল বাঁদিকে। তারপরই সে হঠাৎ আমার হাতটা ধরে চুমু খেল। তবুও হাতটা ছাড়লো না আর বলে চললো, আপনার চড়টা স্বীকার করলাম কারণ আপনাকে না জানিয়ে ছবিটি তোলা অনুচিত। কিন্তু সামলাতে পারিনি তাই…..
আর আপনার হাতে চুমু খাওয়াটাও অনুচিত, তাই আর একটা চড় মারলেও স্বীকার করে নেবো।

আমি বললাম, মা দুর্গা আপনাকে সৎ বুদ্ধি দিক, বলেই পিছন ঘুরে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলাম। মনে হলো, পিছন থেকে ডাক এলো। কিন্তু আমাকে আর কে পায়, এগিয়ে চলেছি তখন দ্বিতীয় মণ্ডপের উদ্দেশ্যে।

Print Friendly, PDF & Email
Previous articleপাণ্ডুলিপি- তোমার জন্য
Next articleThe forbidden forest
Ranjita Mukherjee
This is Ranjita Mukherjee from Kolkata, India. Published in bengali e-magazines e.g., Mouchak(by FB page "The Calcutta Bong"), Shapla etc. [insta @c.for.colourful]
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments