শারদ আকাশে জমেছে আজ কাশ ফুলের ভেলা

নিলচে মেঘের ফাকে চলেছে লুকোচুরির খেলা,

দিন বদলের গান আজ গাইবে রবি মামা

সুরের তারে মাদল ঝঙ্কারে বাজছে তার দামামা ।

 

নদীর জলে আজ জেন এসেছে খুসির জোয়ার

পাখিরাও সব করে কলরব হউছে এসে সওয়ার,

দিগন্ত জুড়ে বিস্ত্রিত অই সরনলতার বনে

মনকে খুজে নেবে মন অপার আনন্দ কাননে ।

 

ভুলিএ দিও সব ক্লান্তির অবসান

জিবন পাবে এক নতুন জিবনের আহবান,

সকলের মাঝে সকল কে করে এক

অঙ্গিকারে আজ মহা মিলনের জয় গান ।

 

~ শারদিয়া ~

Print Friendly, PDF & Email
Previous articleগল্প-দাদুর আবির্ভাব
Next articleসিঁদুর
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments