লোকমাতা রাসমণি প্রকৃতই তুমি রাণী
তোমার তুল্য আছে কেবা,
তোমার হৃদয়খানি পবিত্র স্রোতস্বিনী
ছিলে তুমি মূর্তিমতী সেবা।
অসামান্যা ওজস্বিনী জননী হৃদয় জিনি’
প্রতিষ্ঠা করিলে মাতৃমন্দির,
রামকৃষ্ণ সারদামাতা স্বামিজীর সংহিতা
মানবের চির পুণ্যনীড়।
হরেকৃষ্ণ রামপ্রিয়া তাঁহাদের মনোদীয়া
সুন্দরী কন্যা রাসমণি,
জমিদার রাজচন্দ্র জানবাজারের ইন্দ্র
করিলেন তোমারে রাজরাণী।
চুয়াল্লিশে বিধবা দেবী দ্বিপ্রহরে অস্ত রবি
তথাপি ত’ তুমি তেজস্বিনী,
চারি কন্যার মাতা সংসারে সংস্থিতা
ধন্য তুমি রাণী রাসমণি।
স্বামীর বিষয়কর্ম তোমার জীবনধর্ম
শ্রীবৃদ্ধি সাধনে যশস্বিনী,
ধর্মমত নির্বিশেষে বিজয়িনী দশ দিশে
সত্য রাণী জাতির জননী।
জীবনধর্মে ধীর চির উন্নত শির
ব্যক্তিত্বে ছিলে সুমহান,
বিদেশী শাসক দল ব্যর্থ যতেক ছল
তোমার সমখে সবে ম্লান।
বহুবিধ সৎকর্ম অনন্ত সবের মর্ম
আজিও সকলই প্রোজ্জ্বল,
তোমার কর্তব্য নিষ্ঠা বুদ্ধির পরাকাষ্ঠা
প্রাঞ্জল তাহা অবিরল।
হারায়ে অকালে কন্যা হও নাই অবসন্না
মেধাবী জামাতাটিকে বাঁধি,
কনিষ্ঠা দুহিতা সাথে রাখিলে আপন মাথে
অলক্ষ্যে হাসিলেন বিধি।
পুণ্যধাম দক্ষিণেশ্বর ইতিহাসে ভাস্বর
ভবতারিণীর মন্দিরটি সেথা,
প্রতিষ্ঠিত হইল যবে অমর নামটি রবে
মথুরামোহন তোমার জামাতা।
দুই শতাব্দীরও বেশী পরাধীন ভারতবাসী
কুসংস্কারে আচ্ছন্ন দেশ,
সেথায় আরাধ্যা রাণী অমল অমৃত বাণী
ছড়ায়েছ আলোকের রেশ।
রামকৃষ্ণ ভাবোরবি উদয় যাহার দেবী
ইন্দীবর সম তব করে,
মানব সমাজ এবে সতত কৃতজ্ঞ রবে
প্রণমে তোমায় ভক্তিভরে।
তোমার তুলনা তুমি হে দেবী তোমারে নমি
দশভুজা সিংহবাহিনী,
রাণী রাসমণি দাসী নারীশক্তি প্রতিভাসী
তোমার জীবনই এক কাহিনী।