জল স্থল আকাশে
নিঃশ্বাস স্বপ্নের মোড়োকে

ভালোবাসা বিশ্বাসে
আশ্বাস জীবনের সড়কে

ঢেউ তোলে …হাল ধরে…পাখামেলে…
লিখে চলে দিতে কবিতা তোমাকে

গভীর ঘুমের আগে
শুধু একবার শোনাও পড়ে
এ জীবনের কথা কবিতার ঢঙে
শোনাও আমাকে

ছ্ন্দ মেশাই স্পন্দনে
আমি এক অদ্ভুত কবি
সব কবিতাই তোমাকে
এ জীবনের কথা আর ছবি

যত মায়াজাল
আসুক নেবে
তোমায় আমি ভুলছিনে
চোখের নোনতা চিভেমুছে

মুষ্টিবদ্ধ হাতে
ফেটেপড়ি চিৎকারে

নিষ্ঠুর নিয়তি ভেঙে
পিপিলিকা যাক উড়ে

Print Friendly, PDF & Email
Previous articleFood & Us – Start Your Day With Healthy Breakfast
Next articleHow I got back my eyesight !
Suman Sahu
সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে ।" আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা ।তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন ।প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত ।নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” ।এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments