মা আজ তোমার হাতে পড়েছে শিকল,
বন্ধ হয়েছে দুয়ার শাসণের ভীষণে;
ক্লান্ত হয়েছে আইন আজ সমাজের ভয়ে,
হয়তো বা নির্ভয়ার ডাক পারেনি করতে সময়কে জয়।
একদিনও কি মা তুমি পেয়েছ শান্তি
পেয়েছ কি সুখ অসুর বিনাশে!
যে অসুর কাল করেছিল আইনকে ভৃত্য
পারলে কি মা তুমি সে অসুরের বুক চিরে করতে নৃত্য!
কাল যারা ছিল অসুর
তারাই আজ সেজেছে মুখ ঢেকে হিরন্যকশিপু;
মন্দির মসজিদ নিয়ে খেলছে তারা
জাগিয়ে তাদের অন্তরের পশু।
তোমাকে ওরা করেনি সম্মান
ভূলুণ্ঠিত করে শিক্ষা করেছে শিল্পের সংহার।
পেরেছ কি মা মোদের শেখাতে
ভীমের মত করতে পান ওদের বুকের রক্ত!
তাই আজ মোরা দাঁড়িয়ে দেখি তোমার যন্ত্রণা,
ক্রন্দনরত নারীর বেদনায় শুধু দিচ্ছি সান্ত্বনা।
হিংস্র পশুগুলো ঘুরছে আজও মনের আনন্দে,
তাই আজ মা তোমার স্থান অভিমানের কফিনে।।
চিত্র সৌজন্য – google.com