ছড়াক ওরা কুৎসা তাদের ভাড়ার কাগজে
রক্ত লালসা পুষুক তারা তাদের আঁধার ঘেরা মনে
তাদের পা কাঁপবে আর মন হবে অস্থির
যখন বিস্মৃত ভাবা গান শুনবে তাদেরই উঠানে।
সত্যতা করে না কখনো দাসত্বের দালালি
আগেও উঠেছে আবার উঠবে নিপীড়িত নির্ভয়
পড়লে পড়বে কিন্তু আবার উঠবে
পৃথিবী তাদের গড়া তারাই করবে জয়।
অন্তে শান্তি ভোগ করবো তুমি ও আমি
লাল হবে আমাদের মাতৃভূমি
জীবন ভিক্ষা দিলেও দেয় তারা তাদের স্বার্থে
কিন্তু বিচার দেয়নি দেবেনা উচ্চ শ্রেণী।
তাদের জন্য গৌরব যারা আনে আগামীকে
সংগ্রামী হয়ে স্বাধীন হতে ও করতে
দু পায় দাঁড়িয়ে শহীদ হলেও ভালো
হাঁটু গেড়ে বাঁচার চেয়ে।
নীরবতা তাদের প্রশ্রয়
সহনশীলতা তাদের দেয়া সময়
নিপীড়িত মাথা উঁচু করে বাঁচতে পারে
শুধু তাদের লাল পতাকার ছায়ায়।