এক ঘরেতে বাস দুভাইয়ের
ভালবাসা আর ঘৃণা,
ভালবাসা করে পরকে আপন
পর করে শুধু ঘৃণা।
ভালবাসা দেখায় স্বপ্নমধুর
ভালবাসা বাঁধে ঘর,
ঘৃণা এনে দেয় শুধু বিদ্বেষ,
জীবনে আনে ঝড়।
ভালবাসা দিয়ে হিংস্র জীবও
হয় যে বশ ও শান্ত,
ঘৃণা করে শুধুই ধ্বংস
জাগায় ধারনা ভ্রান্ত।
ভালবাসা বাঁধে মায়ার বাঁধনে
ঘৃণা এনে দায় বিচ্ছেদ,
হাসি আর গান আনে ভালবাসা
ঘৃণা দায় শুধু খেদ।
ভালবাসা আর ঘৃণা
দুয়েরই অসীম শক্তি,
ঘৃণাকে তবু চায়না লোকে
ভালবাসাতেই ভক্তি।
এত ভিন্ন স্বভাব তবুও
একই দেহেতে ঘর।
সর্বদাই ঘৃণা হারে,
ভালবাসাই বিধাতার বর।
ভালবাসা বনাম ঘৃণা
Subscribe
Login
0 Comments
Oldest