সহবাস বিচ্ছিন্ন হয়ে ভুগছে শরীরটা,

দেহ-মনে ক্লান্তির উদারতা;

স্বপ্ন রাজযোগ হয়ে স্খলন ঘটাচ্ছে,

পূরণের অদম্যতায় উঠে আসছে অবৈধতা৷

দু্র্ভিক্ষ কবিতাস্তরে উন্নীত

খিদে উন্নাসিকের পাল্লায়,

পেট খামচে,খিদে সহ্য করো,

নিতে পারো,কেড়ে খেতে পারো না৷

কথা বেচার সামগ্রী,

মেয়েছেলে নিয়ে গালগল্পের;

ব্যবহার করতে পারো না,

ধরা পড়বে রাজনীতির আসরে।

মেকি মুখে হাসো,

ন্যায়ের সাথে দেহজ দূরত্ব রাখো,

অসতর্ক হয়ে গর্ভবতী হলেই

অন্যায় লক্ষণগন্ডি দেবে৷

দ্যাখো, বা না দ্যাখো, এবার দ্যাখো,

মানো বা না মানো এবার মানো;

সবাই তোমার আসক্তিকে চাপা দিয়ে,

সংযমি নামা ব্যাকরণ ব্যবহার করছে৷

অস্তিত্বের দ্বন্দ্বযুদ্ধে জোরদার লড়াই;

মহাভারতের নীতি অনুসৃত,

সূর্যাস্তের সময় বুঝতে পারছ,

নিজেই নিজের চক্রব্যুহে।

যেভাবে আমাদের প্রতিনিধিরা

শেষ শয্যায় বুঝতে পারে,

এর চেয়ে নিটোল সাঁওতাল রমণীকে,

বিয়ে করলে বনলতা সেনের,

আদিম সুখ পেতে পারতাম ৷

 

~ বে-নিয়মে ~

Print Friendly, PDF & Email
Previous articleবড়শি
Next articleঅপূর্ণতা 
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments