যেন জগতটিকে খুব

কাছের থেকে হারাচ্ছি রোজ!

যার উত্তর কেবল সংশয়তায় বাঁধা।

প্রশ্নের টানের ব্যতিব্যস্ততা অসংকৃৎ;

বিলুপ্ত বহুপাক্ষিক নির্বন্ধ মানসিকতা।

অসাড় হচ্ছে নিরপেক্ষতার ভাষা,

ভীতিগ্রস্ত অগ্রগতির নিশ্চয়তা।

উচ্চ তাদের নিন্দাকরণ-

ভাষণ শুধুই দম্ভকারী।।

Print Friendly, PDF & Email
Previous articleঅসময়ের সাথী
Next articleNudity and Nature
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments