মানুষ বড় বিপন্ন আজ , মা-আঁচল ও ব্রাত্য,
বলয় মাঝে লুকিয়ে থাকা, সেটাই এখন সত্য।
কান্না পেলে কাঁদতে পারো ,কেউ যাবে না সাথে,
ভরসা দেওয়া প্রশস্ত হাত রাখবে না কেউ মাথে।
বলছে না কেউ এই রবিতে, তোদের আসা চাই,
শৈশব ও আজ বলছে নাতো? চল খেলতে যাই।
ক্লাসরুমে ব্ল্যাক বোর্ডে তে চকের আঁকড় বিলীন,
বেঞ্চ গুলো তো ফাঁকাই পরে,সবই হলো মলিন।
মুঠোফোন আর ল্যাপটপে তে আছে আনাগোনা,
দূরত্ব হোক যোজন খানেক , সেখানে নেই মানা।
টেকনোলজি র সঙ্গী হোয় বাঁচতে পারো একা
সেই জগতেই ছুটে বেড়া ও , সেথায় হবে দেখা।
~ বিপন্নতা ~