আজ বসন্ত পলাশ রঙে, বুকের মাঝে তুমি

আবীর মাখা ইচ্ছে ডানায় উড়তে থাকি আমি ।

তুমি হেঁসেছ চোখের কোনে হয়তো আমায় ভেবে

তবুও দাওনি ইচ্ছে গুলো সেতো কাঁদায় কবিতা মেখে !

আমি দূর থেকে খুঁজি,যে গভীরে রয়েছে তোমার মন

আমি স্পর্শে তোমায় মাখি যেখানে স্বপ্ন আমন্ত্রন ।

হা হা হা, আমি ঘুমোই তোমার কোলে… হয়তো আদর মেখে

তুমি উন্মাদ ভাব …কি করে আদর মাখি এত্ত দূরে থেকে !

ছুঁয়েছে রাত্রি ঠোঁটে হয়তো খানিক কবিতার ঢঙে

আরো গভীর ব্যাকুল মোহে, আলপিন ফোটে দেহে ।

ঘুম চোখে ঘুম ভাঙে …  পূব আকাশের কবিয়ালি গানে –

সকালে ভোরের হাওয়া মিস্টি লাগে মনে

কি নেশায় তোমার চাওয়া জাগে শিহরনে ।

তুমি উন্মুখ বসে কতটা স্বপ্ন বুকে

আমি সব মেখে দেব যতটা আদর ইচ্ছে চোখে ।

এরপর…

ইচ্ছে গুলো তোমার সাথে আর আমায় একলা করে দুপুর

বেখেয়ালী দমকা হাওয়া বাজায় যেন নুপুর !

নেশায় আছো নাকি ভালবাসা?

তুমি কহীনূর তুমি কহীনূর

এ বসন্তের দিন-রাত

শুধু পলাশের সুর ।।

~ বসন্তের দিন-রাত শুধু পলাশের সুর ~

Print Friendly, PDF & Email
Previous articleMon Kharap
Next articleআধুনিক জীবনের স্রোত-প্রথম পর্ব
Suman Sahu
সুমন কুমার সাহু এর ছেলে বেলা কেটেছে নিয়ম মাফিক পড়া ও খেলার মধ্যে ।" আমি ছোট্ট বলে একলা ঘরে , পথের পানে চাই /বাইরে যাওয়া মায়ের মানা ,পড়ার ঘরে ঠাই ".-এক কোথায় এই ছিল তাঁর ছেলেবেলা ।তবু তিনি দুষ্টু ই ছিল। বাড়ির ছাদ ও জানালা ছিল কবিতার হাত ছানি । তখন থেকে কবিতা লেখা । তিনি আবৃত্তি করে অনেক পুরস্কারেও ভুষিত হয়েছেন ।প্রথাগত বিদ্যায় স্নাতকোত্তর পেরিয়ে এখন সরকারী আধিকারিক পদে কর্মরত ।নতুন প্রযুক্তির সাথে হাত মিলিয়ে ইন্টারনেটে কবিতা লেখেন । নিজের ফেসবুক পেজ “কবিতা তোমাকে” ।এবং সমসাময়িক বিভিন্ন ই-মাগ্যাজিন ও প্রিন্ট ম্যাগাজিন এও লেখা প্রকাশিত হয়েছে ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments