লোকে বলে আমি পাষাণ
হৃদয় নেই আমার ,
থেমে থাকি না,
প্রতিজ্ঞা করি না
শুধু, স্রোতে ভেসে চলি —-
হ্যাঁ ঠিক তাই ।
তাছাড়া তো উপায় ছিল না—
তোমার পুজো, তোমার প্রেম, তোমার ব্যথা-
তোমার সকল কিছু —
কোথায় যাবো আমি
আমায় একটা ঠিকানা বলবে–
আমি সঙ্গে থাকবো ।
না না ছিলাম,আছি—
ডাকে সবাই –
থেমে থাকতে পারি না,
ট্রেনে, বাসে সকল খানে –
তোমরা যেখানে ।
কিন্তু পরিচয় — পাষাণ,
কারণ, আমি সময়।