লোকে বলে আমি পাষাণ

হৃদয় নেই আমার ,

থেমে থাকি না,

প্রতিজ্ঞা করি না

শুধু, স্রোতে ভেসে চলি —-

হ্যাঁ ঠিক তাই ।

তাছাড়া তো উপায় ছিল না—

তোমার পুজো, তোমার প্রেম, তোমার ব্যথা-

তোমার সকল কিছু —

কোথায় যাবো আমি

আমায় একটা ঠিকানা বলবে–

আমি সঙ্গে থাকবো ।

না না ছিলাম,আছি—

ডাকে সবাই –

থেমে থাকতে পারি না,

ট্রেনে, বাসে সকল খানে –

তোমরা যেখানে ।

কিন্তু পরিচয় — পাষাণ,

কারণ, আমি সময়।

~ পাষাণ আমি ~
Print Friendly, PDF & Email
Previous article67th year of being Republic
Next articleঅন্য জীবন : প্রথম পর্ব
MANORANJAN PRASAD SING
Assistant Professor of philosophy at HMM College, Pursuing PhD at JNU, Centre for Philosophy, SSS-1, New Delhi-110067. Poem writing is my hobby.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments