ওগো রাই,
এই দেখো চেনা পথ ঘাট
এই দেখো চেনা ঝাউ বন
এই দেখো আসমানি রঙ
এই দেখো মিথ্যের সুখ
এই দেখো ভরা সংসার
এই দেখো জল ভরা ঘট
এই দেখো সকাল বিকেল
এই দেখো লক্ষণ রেখা
ওগো রাই,
দেখছো কি ভরা নদী জলে
বেয়ে যেতে মাঝিদের নাও
দেখছো কি দিন অবশেষে
পাখিদের ফিরতে কুলায়
দেখছো কি প্রিয় দুই চোখে
মধুমাসে সুখের আবেশ
দেখছো কি ঝড় থেমে গেলে
বর্ষার অনাবিল স্রোত
ওগো রাই,
খুলে দেখো ভরা দুই মুঠি
আছে কিনা আরচিজ খাম
খুলে দেখো স্বপ্নের ভাঁড়
ভরেছে কি চাঁদের আলোয়
খুলে দেখো ভাঁজ করা শাড়ি
গাইছে কি গুনগুন গান
খুলে দেখো সাজানো বিকেল
ভুলেছে কি রৌদ্রের তাপ